still attribute

🙋"আসসালামুয়ালাইকুম" আমার ওয়েব সাইটে প্রবেশ করার জন্য ধন্যবাদ""সাইট গাইডলাইন মেনে চলুন নামাজ কায়েম করুন নামাজ বেহেশতের চাবি। (⁠☞বি:দ্র: এই সাইটি ব্যাক্তিগত ও পাবলিক,ব্যাসায়ের উদ্দেশে তৈরি করা হয় নি) "শাহাজাদ ইসলাম" ঢোলার হাট রুহিয়া ঠাকুরগাঁও বাংলাদেশ ৫১০১🇧🇩 মোবাইল 📞+৮৮০১৭২১৪৪৭২৩০ ইমেইল☞⁠ sahajadislam2019@gmail.com

-->

ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ স্কাউট দিবস পালিত

 ঠাকুরগাঁও প্রতিনিধি

 
বিডিসি টেলিভিশন 

ঠাকুরগাঁও সদর উপজেলায় সারাদেশের ন্যায় স্কাউটিং করবো স্মার্ট বাংলাদেশ গড়ব প্রতিপাদ্যে ২য়তম বাংলাদেশ স্কাউট দিবস পালিত হয়েছে।


শনিবার সকাল ১০টায় ঢোলারহাট এস সি উচ্চ বিদ্যালয়ের আয়োজনে স্কাউট ও জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে বাংলাদেশ স্কাউট দিবসের কার্যক্রম শুরু করেন।

স্কুলের স্কাউট ছাত্র-ছাত্রীদের নিয়ে এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয়ের মাঠে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়। 

উক্ত আলোচনা সভায় স্কাউট লিডার ও ঢোলারহাট এস সি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মার্চেল্লো দাস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্কাউট কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউট সদর উপজেলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান।

এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে স্কাউট দিবস ও স্কাউট উৎপত্তির ইতিহাস ঐতিহ্য নিয়ে এবং বর্তমানে বাংলাদেশ স্কাউট দিবস উপলক্ষে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।


এছাড়াও উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা স্কাউট কমিটির সম্পাদক জাহিদুল ইসলাম স্বপ্বন, ২১ নং ঢোলারহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অখিল চন্দ্র রায়, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সীমান্ত কুমার বর্মন নির্মল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সহ প্রধান শিক্ষক প্রদীপ কুমার বর্মন, স্কাউট ইউনিট লিডার কুন্তী রানী, সহ কারী শিক্ষক মনোরঞ্জন রায়,জগদীশ বর্মন, নিত্যানন্দ গোস্বামী, সাদেকুল ইসলাম, ওসমান গনি, ঠাকুর দাস, নির্মল কুমার বর্মন, সহ বিদ্যালয়ের স্কাউট গ্রুপের ছাত্র ছাত্রীবৃন্দ।

3 মন্তব্যসমূহ

❝আমার সাইটে আসার জন্য আপনাকে ধন্যবাদ। ভালো রুচিশীল মন্তব্য ব্যাবহার করুন ❞🙂

নবীনতর পূর্বতন