still attribute

🙋"আসসালামুয়ালাইকুম" আমার ওয়েব সাইটে প্রবেশ করার জন্য ধন্যবাদ""সাইট গাইডলাইন মেনে চলুন নামাজ কায়েম করুন নামাজ বেহেশতের চাবি। (⁠☞বি:দ্র: এই সাইটি ব্যাক্তিগত ও পাবলিক,ব্যাসায়ের উদ্দেশে তৈরি করা হয় নি) "শাহাজাদ ইসলাম" ঢোলার হাট রুহিয়া ঠাকুরগাঁও বাংলাদেশ ৫১০১🇧🇩 মোবাইল 📞+৮৮০১৭২১৪৪৭২৩০ ইমেইল☞⁠ sahajadislam2019@gmail.com

-->

ঠাকুরগাঁওয়ে ধূমধাম শুরু হয়েছে ভাপা পিঠা উৎসব

 ঠাকুরগাঁওয়ে প্রতি বাড়িতে শুরু হয়েছে ভাপাপিঠার আয়োজন।

শাহাজাদ ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধি:


ঠাকুরগাঁও ধর্মপুর গ্রামে প্রতি বাড়িতে মানুষজন শুরু করেছে ভাপা পিঠা, পুলি পিঠা ,ও নানা রকমের সুস্বাদু খাবারের আয়োজন করেছে মানুষজন।এই উৎসবে মেতে উঠেছে এলাকা সকল মানুষজন। এই রকম একজন পরিবারের সাথে কথা বলে আমি জানতে পারি তাদের এখন ঘরে ঘরে ধান-চাল রয়েছে এবং এই মাসে একটা বড় উৎসব তার পালন করে থাকে। অতীতকাল থেকে তারা এই উৎসব পালন করে আসছে বর্তমানে এই উৎসব হারাতে বসেছে বলে আবার এই গ্রামের অনেকেই মনে করেন। এখনো অতিথির সংস্কৃতি ধরে আছে এই গ্রামের মানুষ। শুধু ঠাকুরগাঁয়ে ধর্মপুর গ্রামে এই উৎসবে মেতে নয় মানুষজন বলতে গেলে সারা বাংলার জনপ্রিয় একটি উৎসব হচ্ছে ভাপা পিঠার আয়োজন করা। বাংলাদেশের নিজস্ব জ্ঞানকোষ বাংলাপিডিয়ার মতে এটি একটি অতি পুরনো একটি উৎসব বলা যেতে পারে যখন রাজা দেশে শাসন করতেন তখন এই উৎসব এর উৎপত্তি হয়। এটি এই সময়ে শুধু করা হয় কারণ অগ্রহায়ণ পৌষ মাসে গ্রামের সকল মানুষের ঘরে ঘরে এখন ধান চাল মজুদ রয়েছে। বর্তমানে শুধু গ্রামেয়েই শুধু উৎসব করা হয়না শহরেও করা হচ্ছে। এই উৎসব হারাতে বসেছে বলে নির্দিষ্ট স্থানে এর মেলারো আয়োজন করে জনগদের এই অতীতের সংস্কৃতি তুলে ধরা হচ্ছে


একটি মন্তব্য পোস্ট করুন

❝আমার সাইটে আসার জন্য আপনাকে ধন্যবাদ। ভালো রুচিশীল মন্তব্য ব্যাবহার করুন ❞🙂

নবীনতর পূর্বতন