still attribute

🙋"আসসালামুয়ালাইকুম" আমার ওয়েব সাইটে প্রবেশ করার জন্য ধন্যবাদ""সাইট গাইডলাইন মেনে চলুন নামাজ কায়েম করুন নামাজ বেহেশতের চাবি। (⁠☞বি:দ্র: এই সাইটি ব্যাক্তিগত ও পাবলিক,ব্যাসায়ের উদ্দেশে তৈরি করা হয় নি) "শাহাজাদ ইসলাম" ঢোলার হাট রুহিয়া ঠাকুরগাঁও বাংলাদেশ ৫১০১🇧🇩 মোবাইল 📞+৮৮০১৭২১৪৪৭২৩০ ইমেইল☞⁠ sahajadislam2019@gmail.com

-->

ঠাকুরগাঁওয়ে বৃষ্টির অভাবে হতাশা কৃষক।

ঠাকুরগাঁওয়ে বৃষ্টির অভাবে হতাশা কৃষক।
শাহাজাদ ইসলাম: ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ে কয়েক দিন যাবত তিব্রো গরমে অতিষ্ঠ জনজীবন ও বিপর্যস্ত হয়ে পড়েছেন ঠাকুরগাঁওয়ের কৃষকগন । এদিকে তিব্রো গরমে বেড়েছে রোগ বালাই নানা সমস্যা।প্রায় সকলেরই হচ্ছে জ্বর সর্দি কাশি। ঠাকুরগাঁওয়ে বৃষ্টির অভাবে আমন ধান লাগাতে পারছেন না কৃষকেরা।তিব্রো রৌদ্রে ফসলের জমি ফেটে যেতে দেখা গেছে।অন্য দিকে পাট চাষি গন পানির অভাবে তাদের পাট গড়াতে পারছেনা।এই রকম একজন ভুক্তভোগী কৃষক জানান। তিনি গত বছরে দুই একর জমিতে পাট চাষ করেন সে বছর এইরকম খড়া ছিল না সুন্দর ভাবে পাট গড়াতে পেরেছেন। এবছর তিনি দুই একর এক বিঘা জমিতে পাট চাষ করেন পানির অভাবে তিনি সংশয় প্রকাশ করেছেন। পানি হবে কিনা তা নিয়ে তিনি চিন্তিত।পাট গড়ানোর বিকল্প প্রযুক্তি এখনো তিনি জানেন না বলে জানিয়েছেন। পানির অভাবে তার পাট নষ্ট হয়ে যেতে পারে বলে দূঃখ প্রকাশ করেন।অন্য দিকে আমন ধান চাষিরা তারা বিকল্প পদ্ধতি বেছে নিয়েছে কেউ কেউ শেলো মেশিন, বৈদ্যুতিক মোটর,ও বরেন্দ্র সেচ প্রকল্প দিয়ে জমিতে সেচ দিয়ে চারা রোপণ করছেন। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে কয়েক দিনের মধ্যেই বৃষ্টিপাত হবে বলে জানিয়েছেন। কোন কোন জায়গায় ইতিমধ্যে সল্প পরিমাণে বৃষ্টি হচ্ছে।এতে কৃষকের লাভ হচ্ছে না। ঠাকুরগাঁওয়ের বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায় এক‌ই অবস্থা । তিব্রো রৌদ্রে খাল বিলের পানি শুকিয়ে গেছে ।এতে ভোগান্তিতে পড়েছেন ঠাকুরগাঁও জেলা সহ এর আশেপাশের জেলাগুলোর মানুষজন। বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছেন পাট চাষি গন।
উল্লেখ্য: বৃষ্টিপাত না হ‌ওয়ায় ভোগান্তিতে পড়েছেন কৃষকেরা।

একটি মন্তব্য পোস্ট করুন

❝আমার সাইটে আসার জন্য আপনাকে ধন্যবাদ। ভালো রুচিশীল মন্তব্য ব্যাবহার করুন ❞🙂

নবীনতর পূর্বতন