still attribute

🙋"আসসালামুয়ালাইকুম" আমার ওয়েব সাইটে প্রবেশ করার জন্য ধন্যবাদ""সাইট গাইডলাইন মেনে চলুন নামাজ কায়েম করুন নামাজ বেহেশতের চাবি। (⁠☞বি:দ্র: এই সাইটি ব্যাক্তিগত ও পাবলিক,ব্যাসায়ের উদ্দেশে তৈরি করা হয় নি) "শাহাজাদ ইসলাম" ঢোলার হাট রুহিয়া ঠাকুরগাঁও বাংলাদেশ ৫১০১🇧🇩 মোবাইল 📞+৮৮০১৭২১৪৪৭২৩০ ইমেইল☞⁠ sahajadislam2019@gmail.com

-->

বিরামপুরে ডিজিটাল উদ্ভাবনী, বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্ভোধ।

আমার ওয়েবসাইটে প্রবেশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

বিরামপুরে ডিজিটাল উদ্ভাবনী, বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্ভোধ।
নিজেস্ব ডেক্স:
দিনাজপুরের বিরামপুরে ২ দিনব্যাপী ৪৪ তম বিজ্ঞান ও প্রযুক্তি এবং ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ইউএনও পরিমল কুমার সরকারের সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্বরে বুধবার মেলা উদ্ভোধন করেন পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী।


 এই সময় বিশেষ অতিথি ছিলেন বিরামপুর সার্কেল সিনিয়র সহকারি পুলিশ সুপার একেএম ওহেদুন্নবী,উপজেলা ভাইস চেয়ারম্যান উম্মে কলছুম বানু ,মেজবাউল ইসলাম মন্ডল,ওসি সুমন কুমার মহন্ত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শ্যামল কুমার রায়, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শিবেশ কুমার কুন্ডু, মাধ্যমিক শিক্ষা অফিসার নুরে আলম সিদ্দিকী,ডিজিটাল ও তথ্য অফিসার পাপিয়া, কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিকছন চন্দ্র পাল,বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন, সাধারণ সম্পাদক সহকারি অধ্যাপক মশিহুর রহমান, বীর মুক্তিযোদ্ধা,হাবিবুর রহমান, গোলাম মোস্তফা এবং সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


একটি মন্তব্য পোস্ট করুন

❝আমার সাইটে আসার জন্য আপনাকে ধন্যবাদ। ভালো রুচিশীল মন্তব্য ব্যাবহার করুন ❞🙂

নবীনতর পূর্বতন