still attribute

🙋"আসসালামুয়ালাইকুম" আমার ওয়েব সাইটে প্রবেশ করার জন্য ধন্যবাদ""সাইট গাইডলাইন মেনে চলুন নামাজ কায়েম করুন নামাজ বেহেশতের চাবি। (⁠☞বি:দ্র: এই সাইটি ব্যাক্তিগত ও পাবলিক,ব্যাসায়ের উদ্দেশে তৈরি করা হয় নি) "শাহাজাদ ইসলাম" ঢোলার হাট রুহিয়া ঠাকুরগাঁও বাংলাদেশ ৫১০১🇧🇩 মোবাইল 📞+৮৮০১৭২১৪৪৭২৩০ ইমেইল☞⁠ sahajadislam2019@gmail.com

-->

রাস্তায় খুটি পুতে প্রতিবন্ধকতা, ভোগান্তিতে এলাকাবাসি

শাহাজাদ ইসলাম

আমার ওয়েবসাইটে প্রবেশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ


রাস্তায় খুটি পুতে প্রতিবন্ধকতা, ভোগান্তিতে এলাকাবাসি 

কমলগঞ্জ উপজেলা প্রতিনিধি 
রকিবুল ইসলাম নয়ন 
                 


মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়ের ভাঁসানীগাঁও গ্রামে চলাচলের রাস্তায় খুঁটি পুঁতে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২৬ নভেম্বর) ভাঁসানীগাঁও গ্রামের ভুক্তভোগী ১৫ থেকে ২০ পরিবারের সদস্যরা এ অভিযোগ করেন।

ভুক্তভোগী আলমাছ মিয়া,তাহির মিয়া ও ইউসুফ মিয়া জানান, শত বছর ধরে আমরা এ রাস্তা দিয়ে চলাচল করে আসছি । হঠাৎ গত চার দিন আগে আমাদের প্রতিবেশী মো.সিরাজ উদ্দিন রাস্তার মাঝামাঝি জায়গায় বাঁশের খুঁটি স্থাপন করে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদ ( ইউপি) চেয়ারম্যান ও সদস্যকে জানালে চেয়ারম্যান ও মেম্বারের কথা না শুনে সিরাজ উদ্দিন ওই রাস্তায় দু'দিন আগে খুঁটি স্থাপন করে রাস্তায় যাতায়াতে নিষেধ করেন।

ভুক্তভোগীরা আরও বলেন, উনার বাবা ও দাদা থাকাকালীন এই রাস্তা দিয়ে আমরা যাতায়াত করে আসছি কিন্তু কোন দিন কেউ বাধা প্রদান করেননি। এদিকে খুঁটির কারনে বাড়িতে মাড়াই মেশিন না নিতে পারায় নষ্ট হচ্ছে কাটা আমন ধান। বিষয়টি সুরাহার জন্য কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) বরাবরে একটি লিখিত অভিযোগ দিয়েছেন বলেও জানান তারা।

স্থানীয় ইউপি সদস্য মো.মোতাহের আলী বলেন,‘দীর্ঘদিন ধরে দেখে আসছি এ রাস্তা দিয়ে ১৫ থেকে ২০ পরিবারের সদস্যরা চলাচল করছে। হঠাৎ রাস্তাটি বন্ধ করায় পরিবারগুলো ভোগান্তিতে পড়ছে।আরো দেখুন সর্বশেষ ভিডিও  
এ বিষয়ে জানতে মো.সিরাজ উদ্দিনকে পাওয়া না গেলেও তার মেয়ে জেনি আক্তার জানান, ‘আমার বাবা বাড়িতে নেই। তিনি হাসপাতালে আছেন , তিনি আসলে বিস্তারিত জানাবেন।’

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বিষয়টি তদন্তক্রমে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

একটি মন্তব্য পোস্ট করুন

❝আমার সাইটে আসার জন্য আপনাকে ধন্যবাদ। ভালো রুচিশীল মন্তব্য ব্যাবহার করুন ❞🙂

নবীনতর পূর্বতন