still attribute

🙋"আসসালামুয়ালাইকুম" আমার ওয়েব সাইটে প্রবেশ করার জন্য ধন্যবাদ""সাইট গাইডলাইন মেনে চলুন নামাজ কায়েম করুন নামাজ বেহেশতের চাবি। (⁠☞বি:দ্র: এই সাইটি ব্যাক্তিগত ও পাবলিক,ব্যাসায়ের উদ্দেশে তৈরি করা হয় নি) "শাহাজাদ ইসলাম" ঢোলার হাট রুহিয়া ঠাকুরগাঁও বাংলাদেশ ৫১০১🇧🇩 মোবাইল 📞+৮৮০১৭২১৪৪৭২৩০ ইমেইল☞⁠ sahajadislam2019@gmail.com

-->

কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নের লক্ষে যুব অধিকার পরিষদ সুনামগঞ্জ জেলায় মানববন্ধন পালিত।

 নিউজ ডেস্ক ঃঃ



২০/০১/২০২৩ ইং বেলা ২:০৫ ঘটিকায় সুনামগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্টে বাংলাদেশ যুব অধিকার পরিষদ সুনামগঞ্জ জেলা শাখা এর উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় ‌।


উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন মোঃ স্বাধীন, জেলা সাধারণ সম্পাদক, বাংলাদেশ যুব অধিকার পরিষদ সুনামগঞ্জ জেলা শাখা।


উক্ত মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন 

১/মাওলানা আজগর আলী, কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক, বাংলাদেশ যুব অধিকার পরিষদ।

২/জাকির চৌধুরী, জেলা সহ-সভাপতি বাংলাদেশ যুব অধিকার পরিষদ, সুনামগঞ্জ জেলা শাখা।

৩/মুজাহিদ আলম, জেলা সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ যুব অধিকার পরিষদ সুনামগঞ্জ জেলা শাখা।

৪/এনামুল হাসান, জেলা দপ্তর সম্পাদক, বাংলাদেশ যুব অধিকার পরিষদ, সুনামগঞ্জ জেলা শাখা।

৫/তোফায়েল আহমেদ, জেলা ছাত্র সাধারণ সম্পাদক, বাংলাদেশ যুব অধিকার পরিষদ, সুনামগঞ্জ উপজেলা শাখা।


বক্তব্যঃ

 দয়া নয়, কর্ম চাই, বাঁচার মতো বাঁচতে চাই।


১/কর্মসংস্থানকে মৌলিক অধিকার হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। প্রতিবছর অন্তত ২৫ লাখ কর্মসংস্থান তৈরি করতে হবে।

২। চাহিদা ভিত্তিক শিক্ষাব্যবস্থা প্রণয়ন করতে হবে।

৩। আবেদন ফি, ঘুস, প্রভাবশালীর রেফারেল, জামানত, বয়সসীমা মুক্ত চাকরির ব্যবস্থা করতে হবে। সরকারি বেসরকারি চাকরির সকল বৈষম্য দূর করতে হবে।

৪। ইউনিয়নভিত্তিক প্রশিক্ষণকেন্দ্রের মাধ্যমে স্থানীয় উৎপাদন উপযোগী জনশক্তি তৈরি করতে হবে।

৫। শিক্ষা বা প্রশিক্ষণ সার্টিফিকেট জামানতে সুদবিহীন ঋণ প্রদান করতে হবে। কর্ম ও ঋণ আওতার বাইরের সকলের জন্য বেকার ভাতা দিতে হবে।

৬। শিক্ষিত প্রতিবন্ধীদের যোগ্যতা অনুসারে শতভাগ চাকরি নিশ্চিত করতে হবে। অশিক্ষিত অসহায় প্রতিবন্ধীদের স্বাভাবিক জীবন ধারণের জন্য উপযুক্ত বরাদ্দ দিতে হবে।

৭। জনশক্তি রপ্তানির ক্ষেত্রে সরকারিভাবে প্রশিক্ষণ, প্রশিক্ষিতদের রাষ্ট্রীয় অর্থায়নে বিদেশে প্রেরণ, বিদেশে প্রেরণের সকল স্তরে গুরুত্বপূর্ণ নাগরিক (ভিআইপি) হিসেবে স্বীকৃতি দিতে হবে।তোফায়েল আহমেদ তারেক । সাধারণ সম্পাদক ছাত্র অধিকার পরিষদ, মোঃ রাহাদ আহমেদ আরিফ,সাংগঠনিক সম্পাদক ( দিরাই উপজেলা) 


মোঃ মিনহাজ তালুকদার, আহবায়ক ( দিরাই সরকারি কলেজ) আবু ফতেহ মোঃ জাকারিয়া সাবেক সদস্য সচিব ছাতক উপজেলা প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

❝আমার সাইটে আসার জন্য আপনাকে ধন্যবাদ। ভালো রুচিশীল মন্তব্য ব্যাবহার করুন ❞🙂

নবীনতর পূর্বতন