still attribute

🙋"আসসালামুয়ালাইকুম" আমার ওয়েব সাইটে প্রবেশ করার জন্য ধন্যবাদ""সাইট গাইডলাইন মেনে চলুন নামাজ কায়েম করুন নামাজ বেহেশতের চাবি। (⁠☞বি:দ্র: এই সাইটি ব্যাক্তিগত ও পাবলিক,ব্যাসায়ের উদ্দেশে তৈরি করা হয় নি) "শাহাজাদ ইসলাম" ঢোলার হাট রুহিয়া ঠাকুরগাঁও বাংলাদেশ ৫১০১🇧🇩 মোবাইল 📞+৮৮০১৭২১৪৪৭২৩০ ইমেইল☞⁠ sahajadislam2019@gmail.com

-->

BDC Television About

BDC Television

বিডিসি নিউজ টেলিভিশন এর লগ


শাহাজাদ ইসলাম মালিকানাধীন একটি বেসরকারি উপগ্রহ ভিত্তিক চ্যানেল বিডিসি বাংলা টিভি এটি ২০২৩ সালে প্রাথমিক ভাবে পরিক্ষা মূলক সম্প্রচার শুরু করে। অনলাইনে।
 কোন রকম রাজনৈতিক, ভুয়া নয় , ধর্ম, কাউকে হেয় প্রতিপন্ন, গুজব,অস্থিকর পোস্ট, ছবি ,ভিডিও পোস্ট প্রকাশ করা হয় না। সামাজিক, রাজনৈতিক, ও ধর্মীয় সমস্ত উস্কানিকে বাদ দিয়ে শুধুমাত্র যুবসমাজের প্রগতির বার্তা দিতে চায়।এই চ্যানেল 
এটি সংবাদ এবং বর্তমান ঘটনা অনুষ্ঠান সম্প্রচার করার বাংলাদেশের প্রথম বেসরকারি টেলিভিশন চ্যানেল।
  • স্থানীয় সংবাদ, ইসলামি সংগীত 
  • স্থানীয় বিনোদন, খেলাধুলা টকশো,
  • গান, ধর্ম,
  • নাটক, ইত্যাদি সম্প্রচার শুরু হয়েছে
সততা, নিষ্ঠা ও দেশ প্রেমের চেতনায় যাত্রা শুরু ‘BDC টেলিভিশনের’। অকুতোভয় গণ-মাধ্যম হিসেবে স্বপ্ন টেলিভিশনের অবস্থান সদা সুদৃঢ় থাকবে বলে আমরা বিশ্বাস করি। সরকারের ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের পদক্ষেপ বিশ্বায়নে সম্ভাবনাময় এক নতুন দ্বার উন্মুক্ত করেছে। দেশ এগিয়ে চলেছে উন্নয়নের পথে। বেড়েছে সরকারি সেবার মান, সাথে সাথে বেড়েছে জনগণের আত্মসচেতনতাও।

BDC টেলিভিশন স্বাধীনতায় বিশ্বাসী এবং সমাজ ও দেশের প্রতি দায়িত্ব পালনে বদ্ধপরিকর।

জনগণ ও সরকারের কথা বলার স্বাধীন মাধ্যম হিসেবে স্বপ্ন টেলিভিশনের পথ চলা অব্যাহত রাখতে চাই সকলের সার্বিক সহযোগিতা।

 শাহাজাদ ইসলাম 
প্রধান নির্বাহী
BDC Hd টেলিভিশন
আমাদের সাথে যোগাযোগ করুন
ইমেইল ঠিকানা sahajadislam2019@gmail.com
Phone 📞 01721447230

আমাদের কথা

যে কোনও আত্মপ্রকাশের একটা মুখবন্ধ থাকে, আর তা জানানোর দায়বদ্ধতাও আমাদের আছে। এক একটা জাতির ভাবগত আত্মপ্রকাশের নিজস্ব মাধ্যম আছে। আজন্ম আমাদের অভ্যাসের মিডিয়াকে পাশ কাটিয়ে ডিজিটাল মিডিয়া নিয়ে কেন এলাম, কী করতে চাই, আগামী দিনেও এই ধারা কতটা প্রাসঙ্গিক থাকবে, সে তর্কের মধ্যে না গিয়ে এককথায় যা বলা যায় যে, ভবিষ্যৎটা মূলত ডিজিটাল মিডিয়ারই। আর সেই লক্ষেই আমাদের এই প্রয়াস। চিরায়ত খবরের কাগজের পাতা না উল্টিয়েই, এই প্রজন্ম বিনোদনে আগ্রহী।

সকালে ঘুম ভেঙে চোখ খোলা থেকে শুরু করে রাতে শুতে যাওয়া অবধি কমবেশি সকলেই তাদের হাতের আয়তাকার পর্দাটা হয় সর্বক্ষণের মনোযোগের কেন্দ্রবিন্দু, সেটাই আজ অনেকেরই কাছে বিনোদনের প্রধান মাধ্যম। বিনোদনের ধরণ শুধু নয়, বদলে যাচ্ছে খবর ও বিনোদনের সংজ্ঞাও। তাছাড়া খবর আজ শুধু পড়া নয়, দেখা আর শোনাও।

টেলিভিশনের সামনে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকার ধৈর্যও আজ অনেকের নেই। তাই সোশ্যাল মিডিয়ার দেয়াল যে কারণে সবার এতো পছন্দ। কিন্তু সব কিছুর মধ্যেও ব্যাকরণকে মান্য করা খুবই জরুরি। ঘটনার সত্যাসত্য বিচার না করে যা মনে এলো দায়িত্বজ্ঞানহীনের মতো বলে দেওয়ার প্রবণতা থেকে সোশ্যাল মিডিয়া অনেক সময়েই মুক্ত নয়। যা অনেক সময়েই অবাঞ্ছিত জটিলতা তৈরি করে। রাজনীতি হোক, সমাজ-শৃঙ্খলা হোক, আইন-কানুন হোক কিংবা প্রশাসন- যে কোন ধরনের খবরই হোক না কেন, নিরপেক্ষ নির্মোহ ও নিখুঁতভাবে দ্রুত পরিবেশন করা একটা বড় দায়িত্ব। সেই দায়িত্ব পালনে সর্বতোভাবে সচেষ্ট হবো আমরা।

পাঠকের মনের খোরাক জুগিয়ে তাকে সমৃদ্ধ করার এই প্রয়াস যাতে সফল হয়, তার জন্য আপনাদের শুভকামনা একান্ত ভাবে প্রার্থিত।

© সর্বস্বত্ব স্বত্বাধিকার কর্তৃক সংরক্ষিত।

একটি মন্তব্য পোস্ট করুন

❝আমার সাইটে আসার জন্য আপনাকে ধন্যবাদ। ভালো রুচিশীল মন্তব্য ব্যাবহার করুন ❞🙂