still attribute

🙋"আসসালামুয়ালাইকুম" আমার ওয়েব সাইটে প্রবেশ করার জন্য ধন্যবাদ""সাইট গাইডলাইন মেনে চলুন নামাজ কায়েম করুন নামাজ বেহেশতের চাবি। (⁠☞বি:দ্র: এই সাইটি ব্যাক্তিগত ও পাবলিক,ব্যাসায়ের উদ্দেশে তৈরি করা হয় নি) "শাহাজাদ ইসলাম" ঢোলার হাট রুহিয়া ঠাকুরগাঁও বাংলাদেশ ৫১০১🇧🇩 মোবাইল 📞+৮৮০১৭২১৪৪৭২৩০ ইমেইল☞⁠ sahajadislam2019@gmail.com

-->

যারা এবছর ভোটার হতে পারবে।

নিজের সব প্রতিবেদন
কাল শুক্রবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকা হালনাগাদ।
গত দুই বছর যাবত কালে করোনা ভাইরাস মহামারীর কারনে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম বন্ধ ছিল।এর কারনে নির্বাচন কমিশন অফিস ও অনলাইনে জাতীয় পরিচয়পত্রের জন্য ভোগান্তিতে পড়েছেন অনেকেই ‌। আগামী কাল সিইসিসহ চার কমিশন এই কার্যক্রম উদ্বোধন করবেন। করোনা ভাইরাস কমে যাওয়ায় আবার বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু করবেন।
ভোটার হতে যা প্রয়োজন।
১ ১৭ ভিজিটের অনলাইন জন্ম নিবন্ধন।
২ শিক্ষা গত যৌগ্যতার সনদ
৩ অভিভাবক এর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।
৪ বিদ্যুৎ,পানির বিলের ফোটকফি। 
যারা ভোটার হতে পারবেন। যাদের জন্ম ১লা জানুয়ারি ২০০৭ সাল এর আগে তাদের সংগ্রহ করা হবে। এছাড়া আগের তালিকা য় যার বাদ পড়েছেন তাদেরো তথ্য সংগ্রহ করা হবে।
রোহিঙ্গারা যাতে তালিকা ভুক্ত না হয় সে দিকেও লক্ষ্য রাখবে।
উল্লেখ্য: নির্বাচন কমিশন বলেছেন বয়স ১৮ না হলে ও জাতীয় পরিচয়পত্র দেওয়া হবে।


একটি মন্তব্য পোস্ট করুন

❝আমার সাইটে আসার জন্য আপনাকে ধন্যবাদ। ভালো রুচিশীল মন্তব্য ব্যাবহার করুন ❞🙂

নবীনতর পূর্বতন