still attribute

🙋"আসসালামুয়ালাইকুম" আমার ওয়েব সাইটে প্রবেশ করার জন্য ধন্যবাদ""সাইট গাইডলাইন মেনে চলুন নামাজ কায়েম করুন নামাজ বেহেশতের চাবি। (⁠☞বি:দ্র: এই সাইটি ব্যাক্তিগত ও পাবলিক,ব্যাসায়ের উদ্দেশে তৈরি করা হয় নি) "শাহাজাদ ইসলাম" ঢোলার হাট রুহিয়া ঠাকুরগাঁও বাংলাদেশ ৫১০১🇧🇩 মোবাইল 📞+৮৮০১৭২১৪৪৭২৩০ ইমেইল☞⁠ sahajadislam2019@gmail.com

-->

প্রধান সড়ক বন্ধ করে রেললাইন কতৃপক্ষ, বিকল্প সড়কের দুর্ভোগ টমটম চালক এবং পথচারীরা

প্রধান সড়ক বন্ধ করে রেললাইন কতৃপক্ষ, বিকল্প সড়কের দুর্ভোগ টমটম চালক এবং পথচারীরা 

শহিদুর রহমান রাফি (ঈদগাঁও) 
       


চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত ১০০ কিলোমিটারে নির্মিত হচ্ছে রেল লাইন ,এবং প্রায় কাজ শেষ হয়েছে, এরই মধ্যে কবি নুরুল হুদা সড়ক তথা গোমাতলী সড়কের উপর দিয়েই চলছে রেল লাইন, যার কারণে বন্ধ হচ্ছে কবি নুরুল হুদা সড়ক। 

তৈরি করে দিয়েছে বিকল্প সড়ক, কিন্তু সেই বিকল্প সড়কই  বিপদজনক হয়ে পড়েছে টমটম চালক এবং পথচারীরিদের। 

সেই জন্যই গতকাল টমটম চালক এবং পথচারীরা মানববন্ধন করেছে। 

যে বিকল্প সড়ক টি করে দিয়েছে সেটি খুবই  উঁচু, এবং দুপাশে খাদ থাকায়  দুটি গাড়ি ক্রসিং করতে পারে না বলে জানিয়েছেন টমটম চালকরা। 

তারা আরো জানান, রেললাইন পার হতে বিকল্প সড়কটি উচু হওয়াই গাড়ি দ্রুতগতিতে চালিয়ে উঠতে  চাইলে  মটরের তার এবং কন্ট্রোল বক্স পুড়ে যাই,যার ফলে গাড়ি রেল লাইন পার হতে পারে না, এবং আর্থিক সমস্যার সম্মুখীন হতে হয় চালকদের। 

তাদের দাবি, বোয়ালখালী রোড এবং জালালাবাদ রোডে যে কালভার্টে করেছে তার মতো একটা কালভার্ট যেন করে দেয় রেললাইন কর্তৃপক্ষ।  শিতকালে ত্বক খসখসে ও ত্বকের যত্ন কিভাবে নিবেন


এ বিষয়ে স্থানীয় চেয়ারম্যান কাছ থেকে জানতে চাইলে তিনি বলেন, আমিও তাদের দাবিতে একমত, এবং আমি রেললাইন কতৃপক্ষের সাথে কথা বলছি তারা কোন একটা ব্যবস্থা করবে বলে জানিয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

❝আমার সাইটে আসার জন্য আপনাকে ধন্যবাদ। ভালো রুচিশীল মন্তব্য ব্যাবহার করুন ❞🙂

নবীনতর পূর্বতন