still attribute

🙋"আসসালামুয়ালাইকুম" আমার ওয়েব সাইটে প্রবেশ করার জন্য ধন্যবাদ""সাইট গাইডলাইন মেনে চলুন নামাজ কায়েম করুন নামাজ বেহেশতের চাবি। (⁠☞বি:দ্র: এই সাইটি ব্যাক্তিগত ও পাবলিক,ব্যাসায়ের উদ্দেশে তৈরি করা হয় নি) "শাহাজাদ ইসলাম" ঢোলার হাট রুহিয়া ঠাকুরগাঁও বাংলাদেশ ৫১০১🇧🇩 মোবাইল 📞+৮৮০১৭২১৪৪৭২৩০ ইমেইল☞⁠ sahajadislam2019@gmail.com

-->

ঠাকুরগাঁওয়ে মাদকদ্রব্য মামলায় ১ জনের যাবজ্জীবন।


স্টাফ রিপোর্টারঃ


ঠাকুরগাঁওয়ে মাদক মামলায় এক জনের যাবজ্জীবন রায় দিয়েছে আদালত। 

জানা যায়,ঠাকুরগাঁওয়ে মোঃওমর ফারুক ওরফে ফারুক(২৮)নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।তবে একইসঙ্গে ২ লাখ টাকা জরিমানার আদেশ প্রদান করেছেন আদালত।১৬ ই জানুয়ারী ২০২৩ দুপুরে ঠাকুরগাঁওয়ের বিজ্ঞ দায়রা জজ মামুনুর রশিদ ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) ও ১৪ (গ) ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় এ রায় প্রদান করে।আর এ মামলায় অপর আসামি মোঃ রবিউল ইসলামকে খালাস দেওয়া হয়।

বিবরণে জানা যায়,২০২০ সালের ২৬ আগষ্ট রানীশংকৈল উপজেলার কনরাইট (কুমোরগঞ্জ) বাজারে পুলিশের এসআই মোঃখাজিম উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।এ সময় পুলিশ জানতে পারে পাশ্বর্তী বালিয়াডাঙ্গী উপজেলার বালিয়াবস্তি গ্রামের মো. আব্দুল আজিজের ছেলে মোঃওমর ফারুক ওরফে ফারুক(২৮)অটো চার্জারযোগে মাদকদ্রব্য বহন করছেন।পরে রানীশংকৈল উপজেলার নেকমরদ বাজারের সামনে সন্দেহাতিতভাবে একটি অটোচার্জারকে আটক করা হয়। সেখানে একটি জারকিনের ভেতরে বিশেষ কৌশলে থাকা ১৮৯ বোতল ফেনসিডিলসহ ওমর ফারুককে গ্রেফতার করে পুলিশ।তাকে জিজ্ঞাসাবাদে মামলার অপর আসামি রানীশংকৈল উপজেলার জগদল (নদীবস্তি) গ্রামের মো. ইয়াসিন আলীর ছেলে মো. রবিউল ইসলামের নিকট ক্রয় করে নিয়ে এসেছেন বলে জানায়। পরে তাকে ফেনসিডিলসহ গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। মামলায় রাষ্ট্রপক্ষের কৌসুলী অ্যাড. শেখর কুমার রায় বিষয়টি নিশ্চিত করে বলেন মামলার দীর্ঘ তদন্ত শেষে মোঃওমর ফারুক ওরফে ফারুকের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতে সত্যতা সন্তোষজনকভাবে প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২লাখ টাকা জরিমানা করেছেন বিজ্ঞ জজ এবং অপর আসামি মো. রবিউল ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দিয়েছেন আদালত।

একটি মন্তব্য পোস্ট করুন

❝আমার সাইটে আসার জন্য আপনাকে ধন্যবাদ। ভালো রুচিশীল মন্তব্য ব্যাবহার করুন ❞🙂

নবীনতর পূর্বতন