still attribute

🙋"আসসালামুয়ালাইকুম" আমার ওয়েব সাইটে প্রবেশ করার জন্য ধন্যবাদ""সাইট গাইডলাইন মেনে চলুন নামাজ কায়েম করুন নামাজ বেহেশতের চাবি। (⁠☞বি:দ্র: এই সাইটি ব্যাক্তিগত ও পাবলিক,ব্যাসায়ের উদ্দেশে তৈরি করা হয় নি) "শাহাজাদ ইসলাম" ঢোলার হাট রুহিয়া ঠাকুরগাঁও বাংলাদেশ ৫১০১🇧🇩 মোবাইল 📞+৮৮০১৭২১৪৪৭২৩০ ইমেইল☞⁠ sahajadislam2019@gmail.com

-->

ভোরের দর্পণ পত্রিকা’র প্রতিষ্ঠা বার্ষিকী পালন


সারা দেশের ন্যায় নওগাঁর সাপাহারে জাতীয় দৈনিক ভোরের দর্পণ পত্রিকা ২২বছর বর্ষপূর্তি ও ২৩ বছরে পদার্পণ অনুষ্ঠান উপলক্ষে কেক কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার সকাল সাড়ে ১০টায় সাপাহার আরব টাওয়ার ২য় তলায় উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব নুরল হক মাষ্টার এর সভা


পতিত্বে ভোরের দর্পণ পত্রিকার সাপাহার উপজেলা প্রতিনিধি প্রদীপ কুমার সাহা’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহজাহান হোসেন, বিশেষ অতিথি হিসেবে বিশিষ্ট শিক্ষানুরাগী অবসরপ্রাপ্ত শিক্ষক ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধির চৌধুরী, সদর ইউপি চেয়ারম্যান সাদেকুল ইসলাম, 


অনুশিলণ যুব সংঘের পরিচালক আমান চৌধুরী, ৭১ টিভির প্রতিনিধি গোলাপ খন্দকার, আনন্দ টিভির প্রতিনিধি নিখিল বর্মন, সাংবাদিক সোহেল চৌধুরী, সেলিম রেজা, তোফায়ে আহম্মেদ আব্দুল আলিম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

শাহাজাদ ইসলাম

Email: sahajadislam2019@gmail.com আমি বর্তমানে স্নাতকে কমার্জ শাখায় পরতেছি।I am currently studyingCommerce in Graduate.

2 মন্তব্যসমূহ

❝আমার সাইটে আসার জন্য আপনাকে ধন্যবাদ। ভালো রুচিশীল মন্তব্য ব্যাবহার করুন ❞🙂

নবীনতর পূর্বতন