still attribute

🙋"আসসালামুয়ালাইকুম" আমার ওয়েব সাইটে প্রবেশ করার জন্য ধন্যবাদ""সাইট গাইডলাইন মেনে চলুন নামাজ কায়েম করুন নামাজ বেহেশতের চাবি। (⁠☞বি:দ্র: এই সাইটি ব্যাক্তিগত ও পাবলিক,ব্যাসায়ের উদ্দেশে তৈরি করা হয় নি) "শাহাজাদ ইসলাম" ঢোলার হাট রুহিয়া ঠাকুরগাঁও বাংলাদেশ ৫১০১🇧🇩 মোবাইল 📞+৮৮০১৭২১৪৪৭২৩০ ইমেইল☞⁠ sahajadislam2019@gmail.com

-->

আমারা কি জানি রংধনু কেন আঁকাশে দেখা দেয়?

 অনলাইন ডেস্ক রিপোর্ট: 


 

আমারা কি জানি রংধনু কেন আকাশে দেখা দেয়?
ছবি একুশে ট্রিবিউন



ছোট কিংবা বড় আমরা সবাই রংধনু দেখতে ভালোবাসি, কিন্তু রংধনু আকাশে উঠার রহস্য কি আমাদের হয়তো অনেকেরই না জানা ।

আমরা ছোট থেকেই হয়তো গ্রামের প্রবীণদের মুখে শুনেছি রংধনু উঠে আকাশে পানি উঠানোর জন্য,এটি তখনকার যুগে গ্রামে গঞ্জে কথিত ছিল এই কথা , কিন্তু আসলে কি তাই ?


চলুন জেনে নেয়া যাক আকাশে রংধনু কেন উঠে?


বিজ্ঞান বলছে, সূর্যের আলো যখন বৃষ্টির পানির ফোঁটার ভেতর দিয়ে প্রবেশ করে, তখন প্রতিসরণ, প্রতিফলন এবং বিচ্ছুরণের ফলে আলো ভেঙে যায় এবং তৈরি হয় সাতটি রঙ। এ কারণে বৃষ্টি থামার পর আকাশে এই অসাধারণ রঙধনু দেখা যায়।


প্রবীণরা বলছেন, আগে এমন দৃশ্য প্রায়ই দেখা যেত, কিন্তু এখন শহরের ধোঁয়া আর দূষণে এমন দৃশ্য বিরল হয়ে গেছে।


রংধনু শুধু একটি প্রাকৃতিক সৌন্দর্য নয়, এটি প্রকৃতির বৈজ্ঞানিক রহস্যের এক বাস্তব উদাহরণ। এই বিস্ময়কর দৃশ্য প্রকৃতির প্রতি মানুষের মুগ্ধতা বাড়িয়ে দেয়, আর শিশুদের মাঝে সৃষ্টি করে এক ধরনের কৌতূহল।


পরিবেশবিদদের মতে, “রংধনু প্রকৃতির এক উপহার। আমাদের উচিত পরিবেশকে বাঁচিয়ে রাখা, যাতে ভবিষ্যতেও এমন দৃশ্য দেখতে পায় নতুন প্রজন্ম।


শেষ কথায় বলা যায়, রংধনু শুধু আকাশের রঙ নয় এটি প্রকৃতির হাসি, আনন্দ আর আশার প্রতিচ্ছবি।

একটি মন্তব্য পোস্ট করুন

❝আমার সাইটে আসার জন্য আপনাকে ধন্যবাদ। ভালো রুচিশীল মন্তব্য ব্যাবহার করুন ❞🙂

নবীনতর পূর্বতন