still attribute

🙋"আসসালামুয়ালাইকুম" আমার ওয়েব সাইটে প্রবেশ করার জন্য ধন্যবাদ""সাইট গাইডলাইন মেনে চলুন নামাজ কায়েম করুন নামাজ বেহেশতের চাবি। (⁠☞বি:দ্র: এই সাইটি ব্যাক্তিগত ও পাবলিক,ব্যাসায়ের উদ্দেশে তৈরি করা হয় নি) "শাহাজাদ ইসলাম" ঢোলার হাট রুহিয়া ঠাকুরগাঁও বাংলাদেশ ৫১০১🇧🇩 মোবাইল 📞+৮৮০১৭২১৪৪৭২৩০ ইমেইল☞⁠ sahajadislam2019@gmail.com

-->

Babangladesh Scout ⚜️

বাংলাদেশ স্কাউটস 
বাংলাদেশ স্কাউট এর পতাকা 
এই ওয়েব সাইটটের হোম মেনুতে মেতে থ্রি লাইনে ক্লিক করুন 

বাংলাদেশের জাতীয় স্কাউট সংগঠন।
বাংলাদেশ স্কাউটস হলো বাংলাদেশের জাতীয় স্কাউট সংগঠন। এই অঞ্চলে স্কাউটিং কর্মকাণ্ড শুরু ১৯১৪ সালে তৎকালিন পূর্ব পাকিস্তান (বর্তমান বাংলাদেশ) স্কাউট অ্যাসোসিয়েশনের ব্রিটিশ ভারতীয় শাখার অংশ হিসাবে। পরে পাকিস্তান বয় স্কাউট অ্যাসোসিয়েশনের অংশ হিসাবে বাংলাদেশের স্বাধীনতার পূর্ব পর্যন্ত এখানে স্কাউটিংয়ের কার্যক্রম চলে। ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালে "বাংলাদেশ স্কাউট এসোসিয়েশন" নামে জাতীয় পর্যায়ে স্কাউটিংয়ের সংগঠন গড়ে উঠে। পিয়ার আলী নাজির নিযুক্ত হন প্রধান জাতীয় কমিশনার এবং তাজউদ্দীন আহমেদ সভাপতি নিযুক্ত হন। তাদের নেতৃত্বে ১৯৭৪ সালে বাংলাদেশ আন্তর্জাতিক স্কাউট আন্দোলনের সদস্য হয়। পরে ১৯৭৮ সালে বাংলাদেশ স্কাউট এসোসিয়েশনের নাম পরিবর্তন করে রাখা হয় "বাংলাদেশ স্কাউটস"। ২০১৫ সালের হিসাবে বাংলাদেশে মোট স্কাউটের সংখ্যা ১,৪৭৪,৪৬০ জন।

বাংলাদেশ স্কাউটস
বাংলাদেশ স্কাউট এর লগ


প্রধান অফিস
৬০, অঞ্জুমান মুফিদুল ইসলাম রোড, কাকরাইল, ঢাকা-১০০০, বাংলাদেশ
অবস্থান
২৩°৪৪′১৫.৪০″ উত্তর ৯০°২৪′৩৮.৫০″ পূর্ব
দেশ
বাংলাদেশ
প্রতিষ্ঠিত
১৯৭২
Defunct
সরকারি
সদস্য
১৪,৭৪,৪৬০
প্রধান স্কাউট
মহামান্য রাষ্ট্রপতি

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ
প্ৰধান জাতীয় কমিশনার
মোহাম্মদ মোজাম্মেল হক খাঁন
অন্তর্ভুক্তি
বিশ্ব স্কাউট সংস্থা
বাংলাদেশ স্কাউটস
 স্কাউটিং প্রবেশদ্বার

বাংলাদেশ স্কাউটসের পতাকা


ইতিহাস
আধুনিক বাংলাদেশে স্কাউটিং আন্দোলন শুরু হয় স্কাউট এসোসিয়েশনের ব্রিটিশ ভারতীয় শাখার অংশ হিসেবে। ভারত বিভাগের পরে পাকিস্তান বয় স্কাউট অ্যাসোসিয়েশনের অংশ হিসাবে বাংলাদেশের স্বাধীনতার পূর্ব পর্যন্ত এখানে স্কাউটিংয়ের কার্যক্রম চলে।

১৯৫৮ সালে পাকিস্তান বয় স্কাউটের দ্বিতীয় জাতীয় জাম্বুরী ৪০০০ স্কাউট সদস্য নিয়ে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়। ১৯৬৯ সালে পাকিস্তান বয় স্কাউটের পঞ্চম জাতীয় জাম্বুরীতে মৌচাকে অবস্থিত পূর্ব পাকিস্তান বয় স্কাউট এর নতুন ট্রেনিং সেন্টারের মাঠ ব্যবহৃত হয়।

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময়, ১৯৭১ সালের এপ্রিল মাসে এর নাম পরিবর্তন করে বাংলাদেশ বয় স্কাউট অ্র্যাসোসিয়েশন করা হয়।[২] পিয়ার আলী নাজির নিযুক্ত হন প্রথম প্রধান জাতীয় কমিশনার।

১৯৭২ সালের ৮-৯ এপ্রিল সারাদেশের স্কাউট নেতৃবৃন্দ ঢাকায় এক সভায় মিলিত হয়ে গঠন করেন বাংলাদেশ স্কাউট সমিতি। ঐ বছরের ৯ সেপ্টেম্বর বাংলাদেশের রাষ্ট্রপতির ১১১ নং অধ্যাদেশ বলে উক্ত সমিতি সরকারি স্বীকৃতি লাভ করে।[৩] এর আগে প্রবীণ স্কাউটার সলিমুল্লাহ ফাহমীর নেতৃত্বে ২২মে ১৯৪৮ সালে ঢাকায় গঠিত হয়েছিল ইস্ট বেঙ্গল স্কাউট এসোসিয়েশন।[৪]

বিশ্ব স্কাউট সংস্থা ⚜️ ১৯৭৪ সালের ১ জুন বাংলাদেশ স্কাউট সমিতিকে ১০৫তম সদস্য হিসেবে স্বীকৃতি দেয়।[৪] তবে ১৯৭৮ সালের ১৮ জুন পঞ্চম জাতীয় কাউন্সিল সভায় পুনরায় এর নাম পরিবর্তন করে রাখা হয় বাংলাদেশ স্কাউটস।[৫] মেয়েদের সুযোগ দেওয়ার লক্ষ্যে জাতীয় কাব স্কাউট - ৬ থেকে ১১ বছর।
স্কাউটস - ১১ থেকে ১৭ বছর।
রোভার স্কাউটস - ১৭ থেকে ২৫ বছর।
তবে রেলওয়ে, নৌ এবং এয়ার অঞ্চলের চাকরিজীবিদের জন্য ৩০ বছর পর্যন্ত বয়স নির্ধারণ করা হয়েছে। কাব স্কাউট - ৬ থেকে ১১ বছর।
স্কাউটস - ১১ থেকে ১৭ বছর।
রোভার স্কাউটস - ১৭ থেকে ২৫ বছর।
তবে রেলওয়ে, নৌ এবং এয়ার অঞ্চলের চাকরিজীবিদের জন্য ৩০ বছর পর্যন্ত বয়স নির্ধারণ করা হয়েছে।

সাধারণ গ্রুপগুলোর নাম হল ১) চেতনা, ২) ব্যক্তিগত দক্ষতা, ৩)প্রকৃতি পর্যবেক্ষণ, ৪) আনন্দ, ৫) গৃহ শিল্প, ৬) গাছের যত্ন, ৭) কারুশিল্প ৮) প্রাণীর যত্ন, ৯) স্বাস্থ্য ও জনসেবা, ১০)প্রযুক্তি

পারদর্শিতা ব্যাজ এর বিশেষ গ্রুপের নাম হলো ১) নৌ কুশলী, ২) বিমান কুশলী, ৩) রেলওয়ে কুশলী।

স্কাউট অঞ্চলসমূহ
মোট ১৩টি অঞ্চল:

ঢাকা অঞ্চল
রাজশাহী অঞ্চল
চট্টগ্রাম অঞ্চল
সিলেট অঞ্চল
খুলনা অঞ্চল
বরিশাল অঞ্চল
কুমিল্লা অঞ্চল
দিনাজপুর অঞ্চল
ময়মনসিংহ অঞ্চল
রেলওয়ে অঞ্চল
নৌ অঞ্চল
এয়ার অঞ্চল
রোভার অঞ্চল

স্কাউটদের প্রার্থনা সংগীত

স্কাউটদের প্রার্থনা সংগীত তিনটি।[৬]

বাদশা তুমি দ্বীন দুনিয়ার

বাদশা তুমি দ্বীন ও দুনিয়ার
হে পরওয়ারদেগার....
সেজদা লওহে হাজারবার আমার,
হে পরওয়ারদেগার...
চাঁদ সুরুজ আর গ্রহ তারা,
জ্বীন ইনসান আর ফেরেস্তারা
দিন ও রজনী গাহিছে তারা
মহিমা তোমার
হে পরওয়ারদেগার...
তোমারই নূরের রওশনি পরশে
উজ্জ্বল হয় যে রবি ও শশী..
রঙিন হয়ে ওঠে বিকশি...
ফুল সে বাগিচার...
হে পরওয়ারদেগার।।
বিশ্ব ভুবনে যা কিছু আছে
তোমারই কাছে করুনা যাচে
তোমারই মাঝে মরে ও বাঁচে
জীবনও সবার
হে পরওয়ারদেগার।।
বাদশা তুমি দ্বীন ও দুনিয়ার
হে পরওয়ারদেগার।।।

প্রার্থনা

অনন্ত অসীম প্রেমময় তুমি
বিচার দিনের স্বামী।
যত গুণগান হে চির মহান
তোমারি অন্তর্যামী।
দ্যুলোক-ভূলোক সবারে ছাড়িয়া
তোমারি চরণে পড়ি লুটাইয়া
তোমারি সকাশে যাচি হে শকতি
তোমারি করুণাকামী।
সরল সঠিক পূণ্য পন্থা
মোদের দাও গো বলি,
চালাও সে-পথে যে-পথে তোমার
প্রিয়জন গেছে চলি।
যে-পথে তোমার চির-অভিশাপ
যে-পথে ভ্রান্তি, চির-পরিতাপ
হে মহাচালক,মোদের কখনও
করো না সে পথগামী।

হে খোদা দয়াময়

হে খোদা দয়াময় রহমান রহীম,
হে বিরাট, হে মহান, অনন্ত অসীম।
নিখিল ধরনীর তুমি অধিপতি,
তুমি নিত্য সত্য পবিত্র অতি।।
চির অন্ধকারে তুমি ধ্রুব জ্যোতি,
তুমি সুন্দর মঙ্গল মহামহিম।
তুমি মুক্ত স্বাধীন বাঁধা বন্ধন হীন,
তুমি এক, তুমি অদ্বীতিয় চিরদিন।।
তুমি সৃজন,পালন, ধ্বংসকারী,
তুমি অব্যয় অক্ষয় অনন্ত আদিম।
আমি গুনাহগার মম পথ অন্ধকার,
জ্বালো নূরের আলো নয়নে আমার।।
আমি চাইনা বিচার রোজ হাশরের দিন,
আমি চাই শুধু করুনা, ওগো হাকীম।।
আইন ও মূলমন্ত্ৰ

প্ৰেসিডেন্ট'স স্কাউট পদক, বাংলাদেশ স্কাউটের সর্বোচ্চ পদক




২১তম বিশ্ব স্কাউট জাম্বুরিতে বাংলাদেশ স্কাউটস



২২তম বিশ্ব স্কাউট জাম্বুরিতে বাংলাদেশ স্কাউটস



বাংলাদেশের স্কাউটদের এর ৭টি আইন মেনে চলতে হয়, এগুলো হলো -

স্কাউট আত্মমর্যাদায় বিশ্বাসী,
স্কাউট সকলের বন্ধু,
স্কাউট বিনয়ী ও অনুগত,
স্কাউট জীবের প্রতি সদয়,
স্কাউট সদা প্রফুল্ল,
স্কাউট মিতব্যয়ী,
স্কাউট চিন্তা, কথা ও কাজে নির্মল।
মূলমন্ত্র

বাংলাদেশ স্কাউটসের মূলমন্ত্র:

কাব স্কাউটের মূলমন্ত্র: যথাসাধ্য চেষ্টা করা
স্কাউটের মূলমন্ত্র: সদা প্রস্তুত
রোভার স্কাউটের মূলমন্ত্র: সেবা
স্কাউট প্রতিজ্ঞা
সম্পাদনা
আমি আমার আত্মমর্যাদার উপর নির্ভর করে প্রতিজ্ঞা করছি যে,

স্রষ্টা ও আমার দেশের প্রতি কর্তব্য পালন করতে
সর্বদা অপরকে সাহায্য করতে
স্কাউট আইন মেনে চলতে
আমি আমার যথাসাধ্য চেষ্টা করবো।

মূলনীতি সমূহ

স্কাউটিং এর মূলনীতি তিনটি -

১. স্রষ্টার প্রতি কর্তব্য পালন
২. অপরের প্রতি কর্তব্য পালন
৩. নিজের প্রতি কর্তব্য পালন
ইউনিফর্ম
বাংলাদেশ স্কাউট ইউনিফর্ম ⚜️


প্রশিক্ষণ কেন্দ্র
প্রশিক্ষণ কেন্দ্র 

বাংলাদেশ স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র সিলেট 


জনাব মোঃ আবুল কালাম আজাদ

সভাপতি

বাংলাদেশ স্কাউটস 


ড. মোঃ মোজাম্মেল হক খান

প্রধান জাতীয় কমিশনার, বাংলাদেশ স্কাউটস

 

জাতীয় স্কাউট জাম্বুরি
আফতাবুজ্জামান দ্বারা ১ দিন আগে সর্বশেষ সম্পাদিত শাহাজাদ ইসলাম
স্কাউটিং
বগুড়া সরকারি কলেজ
বগুড়া জেলা সদরে সরকারি কলেজ

সৌদি বালক স্কাউট এসোসিয়েশন
সৌদি আরবের জাতীয় স্কাউটিং সংস্থ
উইকিপিডিয়া যোগাযোগ কিংবা সম্পর্কে কোন প্রশ্ন থাকলে চ্যাট বাটনে ক্লিক করুন অথবা কন্টাক পেজে ক্লিক করুন ধন্যবাদ শাহাজাদ ইসলাম টিম।
সর্বশেষ হালনাগাদ ও ওয়েবসাইট প্রাকাশ আফতাবুজামান সিনিয়র রোভার স্কাউট দিনাজপুর এর দ্বারা আবডেট শাহাজাদ ইসলাম টিম
যোগাযোগ করতে,,  ফেসবুক ইনিষ্টাগ্রাম ইউটিউব 
Email sahajadislam2019@gmail.com মোবাইল+8801721447230
স্কাউট ও রোভার স্কাউট দিনাজপুর অঞ্চল
ঢোলারহাট এস,সি উচ্চ বিদ্যালয় ও রুহিয়া ড্রিগ্রি কলেজ 


সম্পর্কিত হটলাইন সমুহ
নোট ,,এটি একটি শাহাজাদ ইসলাম ব্যাক্তিগত পাবালিক জনপ্রিয় ওয়েব পোর্টাল ঠাকুরগাঁও সদর ঠাকুরগাঁও শাহাজাদ ইসলাম ঠাকুরগাঁও সংবাদ সিনিয়র রিপোর্টার। ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি আর টিভি আর‌এমসি নিউজ দৃষ্টি জু্রে বাংলাদেশ 🇧🇩

একটি মন্তব্য পোস্ট করুন

❝আমার সাইটে আসার জন্য আপনাকে ধন্যবাদ। ভালো রুচিশীল মন্তব্য ব্যাবহার করুন ❞🙂

নবীনতর পূর্বতন