still attribute

🙋"আসসালামুয়ালাইকুম" আমার ওয়েব সাইটে প্রবেশ করার জন্য ধন্যবাদ""সাইট গাইডলাইন মেনে চলুন নামাজ কায়েম করুন নামাজ বেহেশতের চাবি। (⁠☞বি:দ্র: এই সাইটি ব্যাক্তিগত ও পাবলিক,ব্যাসায়ের উদ্দেশে তৈরি করা হয় নি) "শাহাজাদ ইসলাম" ঢোলার হাট রুহিয়া ঠাকুরগাঁও বাংলাদেশ ৫১০১🇧🇩 মোবাইল 📞+৮৮০১৭২১৪৪৭২৩০ ইমেইল☞⁠ sahajadislam2019@gmail.com

-->

স্মার্টফোনে একটি সেটিংস অন করা থাকলে আর কোনদিন ফোন হ্যাং বা স্লো হবে না।

  

আজকাল আমরা সবাই মোবাইল ফোন ব্যবহার করে থাকি। আর এই মোবাইল দিয়েই নানান রকম কাজ করে থাকি যদি সে সময় ফোন হ্যাং বা স্লো কাজ করে ব্যাপারটা কেমন হয়! মনে হয় হাতে যদি টাকা থাকতো আরেকটি দামি ফোন কিনে ফেলতাম এরকমই তো তাই।নো চিন্তা আমি আপনাকে বলব হ্যাং হওয়া ফোনটি কিভাবে আগের মত ফাস্ট করবেন আর ফোন চলবে রকেটের মতো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। (১) প্রথমেই আপনাকে ফোনের রেম এর কোথায় আসতে হবে।যে মোবাইলের যত রেম খালি থাকবে সে ফোনটি ইন্টারনেটে তত বেশি স্পিড হবে। ন্যূনতম এক জিবি র্যামের ফোনে 300mb ফাঁকা রাখতে হবে 2 জিবি র্যামের মোবাইল এর নূন্যতম 6 থেকে 700mb ফাঁকা রাখতে হবে। (২) অপ্রোজনীয় অ্যাপ আনইন্সটল করুন এই অ্যাপসগুলো না ব্যবহার করে আপনার ফোনের রেম দখল করে রাখছে। (৩) অ্যাপস এর ক্যাশ মেমোরি পরিস্কার করুন সেটিংসে গিয়ে করতে পারেন। (৪) সেটিংসে গিয়ে এবাউট এ ক্লিক করে সিস্টেম এ যেতে হবে এরপরে বিল্ড‌ইন নাম্বারে সাতবার টোকা মারতে হবে ।এখন এখানে দেখুন কোন অ্যাপস গুলো বেশি রেম ব্যবহার করছে এবং এগুলো বন্ধ করে দিতে পারেন। এই অ্যাপসগুলোকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। (৫) এরপর গুগল একাউন্টে যেতে হবে অটো সিঙ্ক চালু করা থাকলে সেটি বন্ধ করুন এতে আপনার ফোনের ডাটা বাঁচাবে এবং ফোনের স্পিড বাড়াবে। (৬) আপনার মনে হয় এমন অ্যাপস রেম ব্যবহার করছে প্রয়োজনয হয় না সেটি আনইনস্টল করে দিতে পারেন। এবং মনে রাখবেন বাড়তি এন্টিভাইরাসের প্রয়োজন নাই। (৭) আপনি ফোনটি ফ্যাক্টরি সেটিংস বা রিসেন্ট করে এটা করতে পারেন বা নাও করতে পারেন। তো এই ছিল আজকের ট্রিকসটি প্রত্যেকটি সেটিংস সঠিকভাবে পরিচালনা করলে আপনার ফোন আর কোনদিন হ্যাং বা স্লো হবে না ।

ছবি সংগৃহীত 

একটি মন্তব্য পোস্ট করুন

❝আমার সাইটে আসার জন্য আপনাকে ধন্যবাদ। ভালো রুচিশীল মন্তব্য ব্যাবহার করুন ❞🙂

নবীনতর পূর্বতন